সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনে নবনির্বাচিত কমিটির শপথ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনে নবনির্বাচিত কমিটির শপথ 

চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) চুয়াডাঙ্গা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 

শপথগ্রহণ অনুষ্ঠানে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের চুয়াডাঙ্গা জেলা শাখার রিটার্নিং অফিসার মো. আব্দুল মান্নান সকল নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।

প্রসঙ্গত গত শনিবার জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের তিন বছর মেয়াদি নির্বাচন সম্পন্ন হয় নির্বাচনে ১২২ জন ভোটারের মধ্যে ১১৭ টি ভোট পোল হয়। এ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আহসান উল হক ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ জয়লাভ করেন।

শপথ গ্রহণ শেষে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা বলেন আমরা সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংগঠনের অর্পিত সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করবো। এবং চুয়াডাঙ্গা সকল ডিপ্লোমা কৃষিবিদদের পাশে থাকার দঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

টিএইচ